জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্মাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর (রোববার) থেকে শুরু হচ্ছে। চলবে ১৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে প্রথমবারের মতো নিয়োজিত থাকবে ভ্রাম্যমাণ আদালত। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগেই এই আদালত পরিচালনা করা হবে।
Read More News
গত বছরের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতি চক্রের কয়েকজন সদস্যকে আটক ও পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য তাদের বিরুদ্ধে মামলা করা হলেও যথাযোগ্য আইনানুগ কোন ব্যবস্থা নেওয়া যায়নি। তাই এ বছর মোবাইল কোর্ট চালুর মাধ্যমে জালিয়াতি চক্রের তৎপরতা বন্ধ ও তাৎক্ষনিক বিচার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।