নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ক্রয় করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় ৪ মণ ইলিশসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
পরে তাদের আমিনপুর থানায় একটি মামলার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। আটককৃত ইলিশ মাছ একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।
Read More News
শুক্রবার রাতে সুজানগর থানা এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৯০ হাজার মিটার কারেন্ট জাল, এক মণ ইলিশ মাছ ও ৮ জেলেকে আটক করা হয়েছে। অপরদিকে একই রাতে আমিনপুর থানা পুলিশ যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ১ শত ৪০ কেজি ইলিশ ও এক জেলেকে আটক করা হয়েছে। পরে জালগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।