মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতলেন জান্নাতুল নাঈম এভ্রিল। আগামী ডিসেম্বরে চীনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনিই। লড়বেন বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে।
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে জমকালো আয়োজনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এখানে বিচারকদের মুগ্ধ করে অন্যদের টপকে জিতে গেলেন এভ্রিল।
প্রথম রানারআপ হয়েছেন জেসিয়া ইসলাম। দ্বিতীয় রানারআপ হন জান্নাতুল সুমাইয়া হিমি। সেরা দশে আসা অন্য সাত প্রতিযোগী হলেন রুকাইয়া জাহান চমক, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা।
এদিনের অনুষ্ঠানে বিচারক ছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দোলা মতিন ও তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব সোনিয়া কবির।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বহু বছর অংশ নেয়নি বাংলাদেশ। এই মঞ্চে বাংলাদেশ থেকে একজন সুন্দরী পাঠানোর উদ্যোগ নিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেনমেন্ট। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর লাভেলো।
জান্নাতুল নাঈমকে চ্যাম্পিয়ন ঘোষণার পর থেইে চলছে আলোচনা-সমালোচনা। আর জান্নাতুল নাঈম বিয়ে গোপন রেখে এ প্রতিযোগীতায় অংশ নেয়ায় এই বিতর্ক আরও জোরে সোরে শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায়ই চর্চিত হচ্ছে বিষয়টি। এদিকে জানা গেছে তথ্য গোপন করায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট হারাতে হতে পারে চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈমকে। আয়োজক ও বিচারকদের সঙ্গে কথা বলে তেমন আভাসই পাওয়া গেছে।
Read More News