জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন না রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটি বলেছে, যেহেতু সাধারণ আসনেই নারীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তাই আগামীতে নতুন সংসদ গঠনের সময় নারীদের জন্য সংরক্ষিত আসন যেন না রাখা হয়।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানায় খেলাফত আন্দোলন। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। খেলাফতের ১৫ সদস্যবিশিষ্ট দলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহ। এ সময় অন্য নির্বাচন কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন।
Read More News
মতবিনিময়ে আসন্ন সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়াও দলটির ভাষায় নাস্তিক, দেশদ্রোহী, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, ঋণখেলাপের সঙ্গে জড়িত পরিবারগুলো, ইসলাম বিদ্বেষীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়।সংরক্ষিত নারী আসন না রাখারসংরক্ষিত নারী আসন না রাখারসংরক্ষিত নারী আসন না রাখার