বরিশাল নগরীতে র্যাবের অভিযান ও জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে হোটেল, রেস্তোরা, সুইট মালিক সমিতি বরিশাল জেলা শাখা। এর ফলে সমিতিভুক্ত নগরীর প্রায় ১৬৫টি খাবারের দোকান বন্ধ রয়েছে।
হোটেল সেডোনায় বুধবার রাত আটটায় অনুষ্ঠিত এক সভায় ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেন। এরপর রাত নয়টা থেকে শুরু হয় ধর্মঘট।
বরিশাল র্যাব-৮ এর উপ-পরিচালক সোহেল রানা প্রিন্স সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ও বুধবার তাদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং পঁচা-বাসি খাবার পরিবেশনের অপরাধে হান্ডি কড়াই, রোজ গার্ডেনসহ ১০টি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে প্রায় চার লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন। এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.গাউসুল আযম।
Read More News
ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণের দাবি জানান।