মিয়ানমার থেকে চাল আমদানির সিদ্ধান্ত

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানির চুক্তি চূড়ান্ত করা হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রবিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দেশের মধ্যে এক বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

খাদ্যমন্ত্রী বলেন, এক সপ্তাহ পর জনগণ আতপ চাল কিনতে হুমড়ি খেয়ে পড়বে। কেননা গত বছর চালের দাম কম থাকায় আমরা খোলা বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করতে পেরেছিলাম। কিন্তু এবার সারাদেশে বন্যা ও নানা কারণে চালের দাম অনেক বেড়ে যাওয়ায় খোলা বাজারে চালের দাম ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
Read More News

খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রক্রিয়া শেষ হতে যে কয়দিন সময় লাগে। প্রথমে প্রধানমন্ত্রীর সম্মতির জন্য প্রস্তাব পাঠানো হবে। পরে পর্যায়ক্রমে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদন হলেই আমরা চাল আমদানির জন্য এলসি খুলবো। তার পরেই চাল আসা শুরু করবে।

উল্লেখ্য, গত শনিবার চাল রফতানির চুক্তি করতে ঢাকায় আসে মিয়ানমারের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

রবিবার দলটির সদস্যরা দিনব্যাপী বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে। পরে প্রতি টন আতপ চাল ৪৪২ ডলারে রফতানি করতে সম্মত হয় মিয়ানমারের প্রতিনিধি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *