রোহিঙ্গা শিবির পরিদর্শনে ‘প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখান থেকে তিনি সড়কপথে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর।
Read More News

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছান প্রধানমন্ত্রী। পৌঁছে শরণার্থী ক্যাম্পের অভ্যান্তরে আয়োজিত জনসভায় তিনি ১৩ মিনিট বক্তব্য রাখেন।

বক্তব্যের মূল সারমর্ম ছিল, রোহিঙ্গারা মূলতঃ মিয়ানমারের বাসিন্দা। তারা শত বছর ধরে মিয়ানমারে বসবাস করে আসছেন। কিন্তু মিয়ানমার সরকার কি কারণে তাদের নাগরিকত্বের ব্যাপারে গড়িমষি করছে তা আমাদের বোধ্যগম্য নয়। তবে নির্যাতনের শিকার হওয়ায় রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের স্বদেশে ফেরত পাঠানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *