মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আট শতাধিক যানবাহন মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে যাওয়ার অপেক্ষায় আছে। বর্তমানে ১৩টি ফেরি চলাচল করছে এই নৌপথে। আজ শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়।
Read More News
পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশি রয়েছে। এ ছাড়া গরু বোঝাই ট্রাকগুলোকে প্রাধান্য দিয়ে আগে ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর থেকে কম গতি নিয়ে ফেরি চলাচল করায় দীর্ঘ সময় এবং ফেরি সংখ্যা কমিয়ে চলাচল করায় এই চাপ বেড়েছে। সব মিলিয়ে আট শতাধিক যানবাহন কাঁঠালবাড়ি ঘাটে যাওয়ার অপেক্ষায় আছে।