স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের কোন সড়ক-মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না। পশুর হাটকে কেন্দ্র করে যাতে যানজট সৃষ্টি না হয়, সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার দুপুরে ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক আন্তমন্ত্রনালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
Read More News
মন্ত্রী আরো বলেন, সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়া কোরবানির পশু বহনকারী ট্রাক পুলিশ রাস্তার যেকোন স্থানে থামাতে পারবে না। এছাড়া ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা ঘটলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঈদের হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।