দুই বছর পর বাংলাদেশে এসে নিরাপত্তাব্যবস্থা নিয়েই সন্তোষ প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
আজ শনিবার রাজধানীর মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সন্তোষের কথা জানান অধিনায়ক।
বাংলাদেশের নিরাপত্তা সন্তোষজনক কি না, জানতে চাইলে স্টিভেন স্মিথ বলেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট তিনি। পাশাপাশি আতিথেয়তা নিয়েও সন্তুষ্ট তিনি।
বাংলাদেশের সঙ্গে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ খেলবেন বলেও আশা প্রকাশ করেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক। তিনি বলেন, আশা করি এটা একটা ভালো সিরিজ হবে।
Read More News
গতকাল শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা।