শাবনূরের গর্ভপাত করিয়েছিলেন সালমান শাহ

আমেরিকা প্রবাসী এই রুবি সুলতানাই এখন গরম করে রেখেছেন বাংলাদেশের মিডিয়া পাড়া। একের পর এক ভিডিও বার্তা প্রকাশ করে আলোচনায় থাকেছন তিনি।

মৃত্যুর ২১ বছর পরও আলোচনার শীর্ষে চিত্র নায়ক সালমান শাহ। তার মৃত্যু রহস্য ইস্যুতে একের পর এক নতুন নতুন তথ্য দিয়ে চাঞ্চল্য তৈরি করছেন সালমান শাহ ‌’হত্যা মামলা’র আসামি রুবি সুলতানা।

সম্প্রতি আমেরিকার অনলাইট টিভি টাইম টেলিভিশনে লাইভে এসে আরো কিছু নতুন তথ্য তুলে ধরেন রুবি। এক ঘণ্টা ১৭ মিনিটের এই ভিডিওর ৩৪ মিনিটের মাথায় রুবি বলেন, ‌সামিরা আমাকে বলেছিল যে শাবনূরের সঙ্গে সালমান শাহর এফেয়ার ছিল। শাবনূর প্রেগনেন্ট হয়েছিল। সিঙ্গাপুরে নিয়ে ইমন তার অ্যাবোর্শন করিয়েছে। এগুলো সব সামিরার কাছ থেকে শোনা। আমি কিছুই জানি না এ বিষয়ে।
Read More News

তিনি আরো জানান যে, সালমান শাহ সামিরাকে মারধর করতো। এ বিষয়ে কয়েকবার দুই পরিবারের সদস্যরা বিচারও করেন সালমান শাহর।

রুবি আরো জানান যে, সালমান শাহ ও সামিরার বিয়েতে সামিরার বাবা মা রাজি ছিলেন না। সালমান শাহ ও সামিরার মধ্যে দাম্পত্য কোলাহল লেগেই থাকত। একে অপরকে সন্দেহ করতো বলেও অভিযোগ আছে।

এদিকে একটি শীর্ষ স্থানীয় অনলাইন পোর্টালকে শাবনূর বলেন, ‘আমি আসলে তার (রুবির) ইন্টারভিউটি দেখিনি। তাই আসলে কিছু বলতে পারছি না। আমাকে দেখতে হবে। তারপর বলতে হবে। তবে এগুলো সে কেন করছে, কী কারণে করছে, সেগুলো আগে জানা দরকার। আর তদন্ত হওয়া উচিত। সে কেনো এমন করছে। কে কী বললো এসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। যারা সালমান শাহর বিষয়টির তদন্ত করছেন। তারাই একদিন না একদিন তদন্ত শেষে বিষয়টির সুরহা করবেন। এর চেয়ে আর বেশি কিছু বলার নাই। সত্যি কখনও চাপা থাকে না।

এছাড়া শাবনূর প্রেগনেন্ট হয়েছিল রুবির দাবি করা এ ধরনের তথ্যকে বানোয়াট বলে অভিহীত করেছেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিনি বলেন, রুবি যদি এ ধরনের বানোয়াট মিথ্যা কথা বলে থাকে এটা খুবই দুখ:জনক। তিনি কেনো বানিয়ে বানিয়ে এ ধরনের মিথ্যা কথা বলছেন তা আমার বোধগম্য নয়। আমি নিজেই বুঝতেছি না। কেন তিনি আমাকে জড়িয়ে এ ধরনের কথাগুলো বলেছেন?। তবে আমি এটুকু বলতে পারি তার দাবি সত্যি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *