প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনির প্রথম অস্ত্রোপচার সফল হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন।
ডা. সামন্তলাল সেন বলেন, মুক্তামনির ব্যাপারটি দেখভাল করা প্রধানমন্ত্রীর দপ্তরের চিকিৎসক ডা. লেলিনকে তিনি (প্রধানমন্ত্রী) মেসেজ করে বলেছেন, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, উই আর ভেরি হ্যাপি।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়। এর আগে সকাল পৌনে আটটায় মুক্তমনিকে ওটিতে নেয়া হয়। নয় সদস্যের এ্যাসেথেসিয়ার চিকিৎসক সহ ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচারে অংশ নেন।
Read More News
অস্ত্রোপচার শেষে সংবাদ সম্মেলনে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়কারী অধ্যাপক ডা: সামন্ত লাল সেন বলেন, প্রায় দু’ঘণ্টা অস্ত্রোপচার করার পর প্রাথমিক পর্যায়ে যে কাজটি করার সেটিতে আমরা সফল হয়েছি। মুক্তামনির হাতকে রক্ষা করেই তার হাতের মাংসগুলো কেটে একটি পর্যায়ে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, কয়েক দফায় মুক্তামনির অস্ত্রোপচার লাগবে। এর জন্য দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে। আগামী কয়েক দিন মুক্তামনির অবস্থা পর্যবেক্ষণে রেখে পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে।