সিরাজগঞ্জের যমুনা নদীর পানি দ্বিতীয় দফায় বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার হার্ড পয়েন্টে পানির ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দ্বিতীয় দফায় পানি বৃদ্ধির কারণে নতুন করে চরাঞ্চল ও নিম্নাঞ্চল মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।
Read More News
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে ঝুঁকিমুক্ত রাখতে এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলার জন্য তাঁরা প্রস্তুত রয়েছেন। দেশের অধিকাংশ নদ-নদীর পানি বাড়ছে।