বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘নেশা’ গানের ভিডিওটি। গানটিতে আবেদনময়ী হিসেবে নিজেকে হাজির করেছেন কুসুম। এমনভাবে কুসুম শিকদারকে কখনও তার ভক্তরা দেখেননি। মাত্র একদিনেই গানটি দেখা হয়েছে ২ লাখেরও বেশি বার।
মিউজিক ভিডিওতে কুসুমের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন সুজন। সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। গানের শুটিংয়ে ডিওপি হিসেবে ছিলেন রাজু রাজ।
Read More News
নাটক এবং সিনেমায় নিয়মিত অভিনয় করেন অভিনেত্রী কুসুম শিকদার। তার অভিনীত সিনেমা ‘শঙ্খচিল’ দুই বাংলায় জনপ্রিয়তা পেয়েছিল। অভিনয়ের বাইরে তার রয়েছে আরও প্রতিভা। গান আর লেখালেখিতেও বেশ দক্ষ তিনি।
গত পহেলা বৈশাখ উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন একটি গান গেয়েছিলেন কুসুম শিকদার। গানটির শিরোনাম ‘নেশা’। ওই সময়ই জানিয়েছিলেন এ গানটির মিউজিক ভিডিও নিয়ে হাজির হবেন তিনি।