পুলিশের টিয়ার শেলের আঘাতে আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখে আলো ফেরার আশা নেই বলে জানা গেছে।
আজ সোমবার সিদ্দিকুরের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক লিংগম গোপাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুই চোখের কোনোটি দিয়েই আর দেখার সম্ভাবনা নেই তাঁর। এমনকি অস্ত্রোপচারেও চোখ ভালো হওয়ার সম্ভাবনা মাত্র এক শতাংশ।
ভারতের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগে চিকিৎসা চলছে সিদ্দিকের। চিকিৎসক বলেছেন যে তাঁর চোখের আর কোনো আশা নেই। চোখ ঠিক হওয়ার সম্ভাবনা মাত্র এক শতাংশ। এই এক শতাংশের জন্য অস্ত্রোপচার করাবেন কি না সেই সিদ্ধান্তের ভার চিকিৎসকরা সিদ্দিকের ওপরই ছেড়ে দিয়েছেন।
Read More News
ভাইয়ের জীবনটা শেষ হয়ে গেল বলে টেলিফোনে সিদ্দিকের বড় ভাই নায়েব আলী অনেক কান্নাকাটি করেছেন।