বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত ও জ্যাকলিন ফার্নান্দেজ প্রথমবারের মতো একটি ছবিতে জুটি বেঁধেছেন। তরুণ মনসুখানি পরিচালিত ছবিটির নাম ‘ড্রাইভ’।
সুশান্ত ও জ্যাকলিন ভক্তদের ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ২০১৮ সাল পর্যন্ত। কারণ গতকাল মঙ্গলবার মুক্তি পাওয়া ছবিটির টিজার-পোস্টারে দেখা যায়, হোলি উৎসবকে কেন্দ্র করে ছবিটি মূলত নির্মাণ করা হয়েছে। ছবিটি আগামী বছরের ২ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Read More News
করণ জোহরের ধর্ম প্রোডাকশন থেকে পরিচালক তরুণ মনসুখানি নির্মাণ করেছিলেন ছবি ‘দোস্তানা ফ্র্যাঞ্চাইজি’। আবার ধর্ম প্রোডাকশনের প্রযোজনায় ‘ড্রাইভ’ ছবিটি নির্মাণ করেছেন তরুণ।
ExamsWorld