নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার কাছে বিধির অনুলিপি জমা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুমোদন হওয়ার পর আইন মন্ত্রণালয় থেকে এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম।সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা খসড়াটি তৈরি করে। পরে বিকেলে প্রধান বিচারপতির কাছে আইনমন্ত্রী আনিসুল হক অনুলিপি হস্তান্তর করেন। এর আগে প্রধান বিচারপতির সঙ্গে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একান্ত বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক।
Read More News
এর আগে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি অর্ধশতাধিকবার সময় দেন আপিল বিভাগ। গত প্রায় দুই বছর খসড়াটি তৈরিতে সময় নিয়েছে আইন মন্ত্রণালয়। এ মামলাটি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমান সিনহার নেত্বত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলছে।
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সর্বশেষ গত ২৩ জুলাই গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহ সময় দেন আদালত।