ক্ষমতাবানরাই সবচেয়ে বেশি দুর্নীতি করে। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন-দুদকের সঙ্গে বৈঠকে তিনি এ বলেন ।
আগামী ৮ থেকে ১০ বছরের মধ্যে দেশে দুর্নীতি থাকবে না বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
Read More News
তিনি বলেন, আমরা সবাই কিন্তু দুর্নীতিতে নিমজ্জিত। আমরা সবাই যদি এরমধ্যে না থাকতাম তাহলে দুর্নীতি চলতে পারতো না। দুর্নীতি করেন এমন কিছু ব্যক্তি যাদের হাতে ক্ষমতা আছে।এই ক্ষমতার প্রয়োগের সময় মূলত তারা দুর্নীতি আশ্রয় গ্রহণ করেন।
অর্থমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন সরকারি চাকরিজীবীদের খাবার নিয়ে চিন্তা করতে হতো। এখন সে অবস্থা নেই। এখন চাকরিজীবীরা সচ্ছলভাবে চলতে পারেন।
দুদকের হটলাইন সার্ভিস চালুর প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, এর মাধ্যমে সাধারণ জনগণ সহজেই নালিশ করতে পারবেন। প্রযুক্তি দেশের দুর্নীতি দমনে অনেক সুযোগ করে দিয়েছে। সেগুলো আমাদের কাজে লাগাতে হবে।
মন্ত্রী আরও বলেন, ৮ থেকে ১০ বছরে মধ্যে সব ধরনের দুর্নীতি চলে যাবে। দুদক চাইলে অনেক কিছু করতে পারে।