মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১৭

ভারতের মুম্বাই শহরতলির ঘটকোপার এলাকায় ভবন ধসে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় ভবনের মালিক চরমপন্থী সংগঠন শিবসেনার এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার নিচতলায় সংস্কারকাজ চলাকালে চারতলা ভবনটি ধসে পড়ে।

পুলিশের ভাষ্য, ভবনটির নিচতলায় একটি নার্সিং হোম ছিল। এ ছাড়া ভবনটিতে ১২টি পরিবার বসবাস করত।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শরিক দল শিবসেনার নেতা সুনীল শীতপ ভবনটির মালিক ছিলেন। তাঁর বিরুদ্ধে অবহেলা ও শাস্তিযোগ্য নরহত্যার অভিযোগ এনে মামলা করা হয়েছে।গত দুই মাস ধরে হাসপাতালটি বন্ধ ছিল। তিনি (সুনীল শীতপ) এটিকে গেস্টহাউস বানাতে চেয়েছিলেন’, বলেন চেদ্দা।

চলতি বছরের শুরুতে শিবসেনার মনোনয়ন পেয়ে ব্রিহানমুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বাতী সুনীল শীতপ।
Read More News

ভবন ধসের পর মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিশ। তিনি এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *