পদ্মায় তীব্র স্রোতের কারণে পাঁচদিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে।
আজ শনিবার সকাল থেকে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই পথে নিয়মিতভাবে ১৭টি ফেরি চললেও তীব্র স্রোত, ইঞ্জিনের পাখা ও শেড ভাঙার আশঙ্কায় সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে।
Read More News
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক বলেন, সকাল থেকে পাঁচ শতাধিক যানবাহন অপেক্ষায় আছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক বেশি। তীব্র স্রোতের কারণে ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। লৌহজং টার্নিং পয়েন্টে গিয়ে স্রোতের বিপরীতে টিকতে পারছে না ফেরিগুলো। তাই ফেরি কম চলাচল করছে। ফলে ঘাটে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে।