মাহফুজকে গ্রেপ্তারে জঙ্গিরা দুর্বল হয়ে গেল

সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে গ্রেপ্তারে উত্তরাঞ্চলে জঙ্গিদের নেটওয়ার্ক তছনছ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন।

আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন ডিআইজি। তিনি বলেন, আমরা তাঁকে (মাহফুজ) দীর্ঘদিন ধরেই টার্গেট করছি। অবশেষে তিন সহযোগীসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তাঁকে ধরা হয়েছে। সোহেলকে গ্রেপ্তারের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে জঙ্গিদের নেটওয়ার্ক তছনছ হয়ে গেল।

খুরশীদ হোসেন বলেন, রাজশাহীর গোদাগাড়ী ও তানোরের জঙ্গি আস্তানায় সোহেলের যাতায়াত ছিল। সে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করত। বোমা বানাতেও পারদর্শী সে। সোহেল মাহফুজের সঙ্গে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা মূলত জঙ্গিদের বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকে।
Read More News

হাতকাটা সোহেল উত্তরাঞ্চলে নব্য জেএমবিকে সংগঠিত করছিল। পুলিশের কাছে তথ্য ছিল, ঈদে এ অঞ্চলে নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। তবে পুলিশের তৎপরতায় জঙ্গিরা কোনো অঘটন ঘটাতে পারেনি। সোহেল মাহফুজকে গ্রেপ্তারের মধ্য দিয়ে জঙ্গিরা আরো দুর্বল হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *