গতকাল রাত সোয়া ১১টার দিকে যশোরের নোয়াপাড়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাস থেকে মজহারকে উদ্ধার করা হয়। এর পর রাত দেড়টার পর খুলনার ফুলতলায় র্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করা হয়।
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে উদ্ধার নিয়ে সোমবার মধ্যরাতে সাংবাদিকদের ব্রিফিং করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এতে ফরহাদ মজহারের খোঁজ কীভাবে পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত বলেন র্যাব-৬-এর অধিনায়ক।
ব্রিফিংয়ে র্যাব-৬-এর অধিনায়ক বলেন, অ্যাপারেন্টলি যেটা মনে হয়, ওই এলাকায় তাঁর বিচরণ ছিল। টেকনোলজি মিথ্যা কথা বলে না। নিউমার্কেটে গ্রিল হাউসে তিনি নাশতা করেছেন, এ তথ্যটা আমরা কনফার্ম (নিশ্চিত) করলাম গ্রিল হাউসের মালিকের কাছ থেকে। তখনই আমাদের মাথায় এলো, তাহলে এই ব্যক্তি হয়তো ঢাকাগামী কোনো বাসে যেতে পারেন।
তখন আমাদের একজনকে পাঠানো হলো কাউন্টারে গিয়ে ভেরিফাই করে। তখন কাউন্টারের লোকেরা ছবি দেখে শনাক্ত করল যে, এ রকম একজন লোক আমাদের গাড়িতে উঠে গেছে, সেটা হানিফ পরিবহন। তখনই আমরা ফলো করে নোয়াপাড়া থেকে র্যাব ও পুলিশ তাঁকে উদ্ধার করি।
রাতে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধারের পর আজ সকালে তাঁকে রাজধানীর আদাবর থানায় আনা হয়েছে।
ExamsWorld