কবি, কলামিস্ট ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে তাঁর রাজধানীর বাসার নিচ থেকে অপহরণের অভিযোগ পাওয়া্ যাচ্ছে।
আজ সোমবার ভোরে বাসা থেকে বের হওয়ার পর পরই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় জানিয়েছেন তাঁর স্বজনরা।
ফরহাদ মজহারের ঘনিষ্ঠজনরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি ফোন পেয়ে তিনি বাসা থেকে বের হন। এর পরই তাঁকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও তাঁরা জানান। বাসায় তাঁর স্ত্রী কলামিস্ট ও নারী অধিকারকর্মী ফরিদা আক্তারকে তাঁরা সান্ত্বনা দিচ্ছেন।
Read More News
সেখানে পুলিশের কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তাঁরা। কথা বলা শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।