উত্তরার ৪ নম্বর সেক্টরে সিশেল রেস্তোরাঁয় আগুন

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে সিশেল রেস্তোরাঁ থেকে লাগা আগুন পাশের আরো দুটি ভবনে ছড়িয়ে পড়ে।

এদিকে ভবন থেকে অগ্নিদগ্ধ দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটি রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের বিপরীত দিকে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ওসি কন্ট্রোল জানান, আগুন নিয়ন্ত্রণে তাঁদের ১৪টি ইউনিট কাজ করেছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে পারেননি তিনি।
Read More News

স্থানীয়রা জানান, উত্তরার ৪ নম্বর সেক্টরের সিশেল রেস্তোরাঁর ছয়তলা ভবন ও পাশাপাশি আরো দুটি ভবনে আগুন লাগে। ভোরের দিকে তাঁরা ধোঁয়া দেখেন। পরে তা আরো বাড়তে থাকে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *