রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে সিশেল রেস্তোরাঁ থেকে লাগা আগুন পাশের আরো দুটি ভবনে ছড়িয়ে পড়ে।
এদিকে ভবন থেকে অগ্নিদগ্ধ দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটি রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের বিপরীত দিকে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ওসি কন্ট্রোল জানান, আগুন নিয়ন্ত্রণে তাঁদের ১৪টি ইউনিট কাজ করেছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে পারেননি তিনি।
Read More News
স্থানীয়রা জানান, উত্তরার ৪ নম্বর সেক্টরের সিশেল রেস্তোরাঁর ছয়তলা ভবন ও পাশাপাশি আরো দুটি ভবনে আগুন লাগে। ভোরের দিকে তাঁরা ধোঁয়া দেখেন। পরে তা আরো বাড়তে থাকে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো কাজ চলছে।