বিএনপির মহাসচিবের ওপর হামলাকারীরা কোনোভাবেই ছাড় পাবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
মায়া বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সরকার এ ধরনের হামলাকে প্রশ্রয় দেয় না।
Read More News
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য উল্লেখ করে মায়া বলেন, দলের সাধারণ সম্পাদক বলেছেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। হামলাকারী যেই হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।