আবগারি শুল্ক প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ

৭২ ঘণ্টার মধ্যে প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের উপর বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার এবং এ সংক্রান্ত ২০০৪ এবং ২০১০ সালের আইন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ রেজিস্ট্রি ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ সচিব ও জাতীয় সংসদের স্পিকার বরাবর এ নোটিশ পাঠান আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
Read More News

নোটিশে বলা হয়, ১৯৪৪ সালের এক্সাইজ অ্যান্ড সল্ট আইন অনুসারে ব্যাংকের আমানতের ওপর আবগারী শুল্কের কথা বলা নেই। অথচ বেআইনিভাবে ২০০৪ এবং ২০১০ সালের অর্থ আইনে এটা পরিবর্তন করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার এবং ২০০৪ ও ২০১০ সালের আইন বাতিলে পদক্ষেপ গ্রহণ না করা হলে হাইকোর্টে রিট করা হবে।

উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এক লাখ টাকার বেশি ব্যাংক হিসাবের জন্য বিদ্যমান আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *