বিশ্বজয়ী হাফেজ তরিকুলকে সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী বাংলাদেশি কিশোর হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রবিবার রাতে গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে তরিকুল ইসলামের হাতে নগদ এক লক্ষ টাকা ও কিছু উপহার সামগ্রী তুলে দেন তিনি।

এসময় বেগম জিয়া তরিকুলের সঙ্গে কথা বলেন ও তার খোঁজ খবর নেন। এছাড়া তরিকুলও বেগম খালেদা জিয়াকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান।
Read More News

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমরান সালেহ প্রিন্স, শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুজ্জামান খান শিমুল, মুন্সি বজলুল বাসিত, সামসুজ্জামান সুরুজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *