ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটর সৃষ্টি হচ্ছে। এ যানজট ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা স্থায়ী হলেও পরে তা স্বাভাবিক হচ্ছে। এ মহাসড়কের পণ্যবাহী ট্রাকসহ যানবহনের অতিরিক্ত চাপ, বৃষ্টির কারণে রাস্তার গর্তের সৃষ্টি হওয়া, ফিটনেস বিহীন যানবাহন মাঝে মধ্যেই রাস্তায় বিকল হওয়া এই যানজটের মূল কারণ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া চারলেনের কাজ চলমান থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
আজ সকালে মির্জাপুর থেকে গাজিপুরের চন্দ্রা পর্যন্ত অনন্ত ২০ কিলোমিটার যানজট থাকলেও ঘণ্টাখানেক পরই তা স্বাভাবিক হয়ে যায়। প্রচন্ড বৃষ্টি আর গাড়ীর চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
Read More News
এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২২ জেলার ৯২টি রুটের অন্তত ১২ থেকে ১৩ হাজার যানবাহন প্রতিদিন চলাচল করে। সোমবার সরেজমিনে দেখা গেছে, ঈদের সময় এ মহাসড়কে ফিটনেসবিহীন ও লক্কর ঝক্কর গাড়ির নেমে পড়ায় গাড়ির চাপ বেড়েছে। এসব গাড়ি প্রায় বিকল হয়ে মহাসড়কে যানজটের সৃষ্টি করছে। আর এ সকল যানবাহন চলাচল করায় এ মহাসড়কে যানবাহনের সংখ্যা দিগুন বেড়ে গেছে। প্রতিদিন অনন্ত ১৭ থেকে ১৮ হাজার যানবাহন চলাচল করছে।