যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে লাটিমার রোডের ‘গ্রেনফেল টাওয়ার’ নামের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এই সংখ্যা আরো বাড়তে পারে। মঙ্গলবার রাতে কেনসিংটনে ২৪ তলা বিশিষ্ট ভবনটিতে আগুন লাগে। এদিকে, এ ঘটনায় অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
এ ব্যাপারে শুক্রবার লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি বলেন, গ্রেনফেল টাওয়ারে আগুনের ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি আমরা। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়ে কান্ডি বলেন, হাসপাতালে এখনো ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১২ জনের অবস্থা সংকটাপন্ন।
এসময় লন্ডন পুলিশের এ কর্মকর্তা আরো জানান, গ্রেনেফেলের আগুনের নেপথ্যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কি না তা বিবেচনাধীন রয়েছে।
Read More News
এদিকে, এ ব্যাপারে ব্রিটেনের রাণী গভীর দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, নিখোঁজদের জন্য এখন প্রার্থনা করা ছাড়া কোনো বিকল্প নেই। পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।