রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণীকে ধর্ষণের মামলায় চার্জশিট আমলে নেওয়ার শুনানি আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে।
সোমবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম এ দিন ধার্য করেন।
এর আগে, গত ৭ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। এতে মামলার প্রধান আসামি সাফাত আহমেদসহ ৫ জনকে আসামি করা হয়েছে। পরে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে বদলি করা হয়।
অভিযুক্ত পাঁচজন হলেন সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
Read More News
প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনা ঘটে। এর প্রায় ৪০ দিন পর ৬ মে ধর্ষণের অভিযোগে বনানী থানায়মামলা করেন ধর্ষণের এক তরুণী। গ্রেফতারের পর আসামিরা সবাই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।