ঈদ উপলক্ষে যারা অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করে দেন মন্ত্রী। আসন্ন ঈদের সময় অতিরিক্ত যাত্রীবোঝাই করে লঞ্চ, জাহাজ, স্টিমারে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করতে আহবান জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ করে লঞ্চের ছাদে যাতায়াত না করার আহবান জানিয়েছেন তিনি।
বুধবার সকালে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে নৌমন্ত্রী এসব কথা বলেছেন।
Read More News
এর আগে, মন্ত্রী ভোলা-বরিশাল ও রুটের ভেদুরিয়া এবং ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট পরিদর্শন করেন। এ সময় বিআইডব্লিটিএ এবং বিআইডব্লিটিসির চেয়রম্যানসগ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ভোলা-লক্ষীপুর রুটে নতুন একটি ফেরি দেয়ার আশ্বাস দেন মন্ত্রী।