বাংলাদেশ অতিক্রম করছে ‘মোরা’

মঙ্গলবার বেলা ১১টা ৩০মিনিটের মধ্যে ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশ অতিক্রম করবে।

সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানে। প্রবল ঘূর্ণিঝড়ে কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ৮৯ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

বাংলাদেশ অতিক্রম করার পর এই ঝড় আরো উত্তর দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছেন শামসুদ্দিন আহমেদ।
Read More News

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে আবার ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার,  নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও তাদের দূরবর্তী দ্বীপ ও চরগুলো আবার ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে দূরপাল্লার নৌ চলাচল বন্ধ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *