সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে মক্কা থেকে রিয়াদে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এছাড়া ৮৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে মদিনা ও পশ্চিম সৌদি আরব সংযুক্ত হাইওয়েতে ৫টি বাস দুর্ঘটনার কবলে পড়লে এসব হতাহতের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Read More News
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের মধ্যে বাংলাদেশি থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। মদিনাসহ অন্যান্য শহর থেকে এখন পর্যন্ত ২৮টি উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সৌদি রেড ক্রিসন্ট সোসাইটি পরিচালক মোহাম্মদ আল হাম্মাদ। ধারণা করা হচ্ছে সেসময় বাসগুলোতে ২০০ জন যাত্রী ছিল।