খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ শনিবার সকাল ৭টার দিক থেকে অতিরিক্ত পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা কার্যালয়ের ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় তল্লাশি করে সকাল পৌনে ১০টার দিকে কার্যালয় ছেড়ে চলে যায় গুলশান থানার পুলিশ।

তবে এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আদালতে নির্দেশে তাঁরা এ তল্লাশি চালিয়েছেন।

তবে অভিযান চলাকালে সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মোশতাক আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত থাকলেও তল্লাশি শেষে তাঁরা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
Read More News

তল্লাশির খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে গুলশানের কার্যালয়ে যান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। অভিযান শেষে সেখানে রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় বলেন, বিএনপির চেয়ারপারসনকে মানসিকভাবে বিপর্যস্ত করতে এবং তাঁর মর্যাদাহানি করার জন্যই এই তল্লাশি চালানো হয়েছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *