ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে জয় নিলো বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারালো। টস হেরে আগে ব্যাটে গিয়ে স্বাগতিক আয়ারল্যান্ড ৪৬.৩ ওভারে মাত্র ১৮১ রানে অলআউট হয়। জবাবে ২৭.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। মামুলি টার্গেট সামনে নিয়ে সাবলীলভাবে এগিয়ে চলে টাইগাররা। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও সৌম্য সরকার ১৩.৫ ওভারে ৯৫ রান যোগ করেন। কিন্তু ফিফটি বঞ্চিত হয়ে ৫৪ বলে ৪৭ রানে ফেরেন তামিম ইকবাল। এরপর সৌম্য সরকার ও সাব্বির রহমান দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭৬ রান। সাব্বির রহমান ফেরেন ৩৪ বলে ৩৫ রানে। কিন্তু সৌম্য সরকার ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়ে ৬৮ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন।
Read More News
এর আগে মোস্তাফিজুর রহমানের চার উইকেটে আয়ারল্যান্ড ৪৬.৩ ওভারে ১৮১ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৪৬ রান করেন এড জয়েস। এছাড়া পোর্টারফিল্ড ২২, নেইল ও’ব্রেইন ৩০ ও ডকরেল করেন ২৫ রান।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।