অ্যাটর্নি জেনারেলকে ‘বাস্টার্ড’ বললেন ড. কামাল

দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির এজলাসে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ‘বাস্টার্ড’ বলেছেন আইনজীবী ড. কামাল হোসেন।বিগত চারদলীয় জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগপ্রাপ্ত ১৩৮ জন চিকিৎসকের নিয়োগের বৈধতা নিয়ে মামলার শুনানিতে গত বুধবার তিনি এ শব্দ ব্যবহার করেন।
আদালতে  চিকিৎসকদের পক্ষে শুনানিতে ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও কামরুল হক সিদ্দিকী। বিএসএমএমইউর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী তানজিব উল আলম। অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের আদালত কামাল  হোসেনের বক্তব্য জানতে চাইলে ড. কামাল বলেন, সিন্ডিকেটে এক সময় (বিএনপি-জামায়াত জোটের সময়) ডাক্তারদের নিয়োগ দেওয়া হয়েছিল। এখন ওনারা সেই সিন্ডিকেটের বিপক্ষে স্ট্যান্ড নিচ্ছে। এগুলো হলো ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউশন। এ সময় অ্যাটর্নি জেনারেল এ ধরনের শব্দের ব্যবহারে আপত্তি জানালে তাকে উদ্দেশ্য করে কামাল হোসেন বলেন, ‘শাট আপ, বাস্টার্ড। ইউ টেক ইউর সিট। এরপর অ্যাটর্নি জেনারেল বলেন, ইউ ক্যান নট আটার দিজ ওয়ার্ড। ’ এ সময় প্রধান বিচারপতির হস্তক্ষেপে ড. কামাল হোসেন তার আসন গ্রহণ করেন।
Read More News

কামাল হোসেনকে প্রধান বিচারপতি বলেন, আপনি একজন সিনিয়র আইনজীবী, এ ধরনের শব্দ চয়ন ঠিক নয়। এরপর অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতিকে বলেন, আপনি তো ওনাকে তোষামোদ করলেন। একজন সিনিয়র অ্যাডভোকেট যেভাবে আমাকে গালি দিল এর কী হবে? এ পর্যায়ে আদালত বিরতিতে যায়। বিরতির পর আদালতের কার্যক্রম শুরু হলে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেলের কাছে ড. কামাল ক্ষমা চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *