প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে সেনানিবাস আইন ২০১৬ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে সেনানিবাস এলাকায় প্রকাশ্যে মলমূত্র ত্যাগ, ভিক্ষাবৃত্তি ও মাতলামি করলে খোলা মাংস বহন সহ উপদ্রব সৃষ্টি হয় এমন কাজের জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
Read More News
বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, এটা ১৯২৪ সালের আইন। ৯৩ বছরের পুরনো এ আইনে শাস্তিযোগ্য কাজের জন্য জরিমানার বিধান ছিল। তবে এর পরিমাণ খুবই সামান্য থাকায় এ আইনের খসড়ায় জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।