সাংবাদিকতার স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা নয়

আজ রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) ‘পিআইবি সোহেল সামাদ পুরস্কার-২০১৬’ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম উন্মুক্ত, বিকাশমান ও স্বাধীন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

এখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমকে উন্মুক্ত করে দিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা নয়। এর একটা নীতি নৈতিকতা রয়েছে। এর মূল্যবোধ রয়েছে। এর একটা মানবিক দিকও রয়েছে। সাংবাদিকতা পেশার স্বাধীনতার অপব্যাখ্যা দেওয়াও এক ধরনের অপরাধ। এখানে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে।
Read More News

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের দেশের আইন-কানুন মেনে সংবাদ পরিবেশন করতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। নতুবা বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *