দু-তিন বছর হাওরে ইজারা দেওয়া ঠিক হবে না

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘হাওরে মানবিক বিপর্যয় পাশে দাঁড়ান’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওরে এখনকার যে অবস্থা বিরাজমান সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী দু-তিন বছর এই বিলগুলোকে ইজারা দেওয়া ঠিক হবে না। কারণ এখন মাছের মড়ক দেখা দেবে। সেই মাছগুলো ফিরে না আসা পর্যন্ত এগুলো ইজারা দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। উচিত হবে মৎস্যজীবীদের অংশগ্রহণে এটার ব্যবস্থাপনা নিশ্চিত করা।
Read More News

এ সময় বক্তারা অভিযোগ করেন, বিলগুলোর ইজারা পাওয়ার কথা প্রকৃত মৎস্যজীবীদের। কিন্তু বাস্তবতা ভিন্ন, প্রভাবশালী মহলই এসব ইজারা নেন। হাওর সমস্যার সমাধানে নদীগুলোর খননের ওপরও জোর দেওয়া হয় সংবাদ সম্মেলনে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেও অকালবন্যা হয়েছে উল্লেখ করে বন্যাকবলিত এলাকাগুলোতে জলবায়ু তহবিলের অর্থ দেওয়ারও দাবি জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *