সকল জেলায় যাচ্ছে বিএনপির নেতারা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান রাজনীতি আর ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি করতে নেতারা সারা দেশে সাংগঠনিক সফর করছেন।

অন্যদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন কিংবা দল পুনর্গঠন প্রস্তুতির বিষয়ও উঠে আসবে এসব সফরে।
Read More News

আজ মঙ্গলবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দেশের বিভিন্ন জেলার সাংগঠনিক সফরের দায়িত্বে থাকা নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সারা দেশে দলের ৭৭টি সাংগঠনিক জেলায় কর্মীদের নিয়ে কর্মিসভা করতে কেন্দ্র থেকে ৫১টি টিম গঠন করা হয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *