অস্ট্রেলীয় হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকি

বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান ২ নম্বরে অবস্থিত হাইকমিশনে অজ্ঞাত একটি ই-মেইল থেকে পাঠানো এক  বার্তায় এই হুমকি দেওয়া হয়।
Read More News

আজ সকালে অজ্ঞাত একটি ই-মেইল থেকে পাঠানো এক বার্তায়  হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আর চাঁদার টাকা না দিলে বোমা মেরে হাইকমিশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।

ই-মেইল বার্তার পর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। পুলিশের কর্মকর্তা বলেন, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *