সানগ্লাস শুধু ফ্যাশনই নয়, এটা দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় একটি বস্তু। এটা আপনার চোখকে রোদের ক্ষতিকর প্রভাব থেকে যেমন রক্ষা করবে, তেমনি আপনাকে করে তুলবে আরও ব্যক্তিত্বসম্পন্ন। ছেলে হোক বা মেয়ে হাল ফ্যাশনে রোদচশমা এখন সবার পছন্দের তালিকায়। তবে অনেকেই ‘মানায় না’ বলে সানগ্লাস পরেন না। সমস্যা আসলে সানগ্লাস বাছাইয়ে। আপনার মুখের আকৃতি বুঝে বেছে নিতে হবে সানগ্লাস। তাই কোন রোদচশমায় আপনাকে মানাবে তার কিছু টিপস দেওয়া হলো।
গোল মুখের জন্য : গোল মুখের জন্য গোল ফ্রেম এড়িয়ে চলুন। তাতে মুখটিকে আরও গোল দেখাবে। আয়তাকার বা চারকোণা ফ্রেমের সানগ্লাস গোল মুখের সাথে ভালো মানায়।
চারকোণা আকৃতির জন্য : চারকোণা মুখাকৃতি যাদের তাদের মুখ একটু চওড়া ধরণের হয়ে থাকে। মুখের এই চওড়াভাব কাটানোর জন্য অ্যাভিয়েটর এবং ‘ক্যাট আই’ সানগ্লাস দুটোই বেশ ভালো মানায়।
Read More News
ওভাল শেপ মুখের জন্য : যদি আপনার মুখের শেপ ওভাল হয় তবে আপনি ওভাল সানগ্লাস ছেড়ে অন্য শেপের সানগ্লাস ব্যবহার করুন। সেটা স্কোয়ার হতে পারে বা অন্য কোন শেপ। এর ফলে মুখের ডাইমেনশনটা দেখতে ভালো লাগে।
ডিম্বাকৃতি মুখের জন্য : ডিম্বাকৃতি মুখে যে কোনো আকারের ফ্রেম মানিয়ে যায়। গোল, চারকোণা যে কোন ফ্রেমের সানগ্লাস ব্যবহার করতে পারেন এই আকারের মুখের অধিকারী মানুষেরা।
হার্ট আকৃতির মুখের জন্য : হার্ট আকৃতির মুখের সমস্যা হলো কপাল একটু বড় থাকে মুখের নিচের অংশের তুলনায়। তাই হার্ট আকৃতির মানুষের জন্য এমন ফ্রেমের সানগ্লাস দরকার যা কপাল থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারে। এর জন্য ‘ক্যাটস আই’ সানগ্লাস ব্যবহার করতে পারেন।