অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। পর্দায় আর দেখা মিলবে না হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির অভিনয়।
হলিউডে এখন এমন গুঞ্জনই উঠেছে, জোলি নাকি সরে দাঁড়াবেন অভিনয় থেকে। ছেলেমেয়েদের দিকেই এখন জোলির সব মনোযোগ। তবে তিনি অভিনয় ছাড়ছেন- এমন ঘোষণা আগেও দিয়েছিলেন।
২০১৪ সালে নিজের পরিচালিত ‘আনব্রোকেন’ ছবিটির প্রচারের সময় জোলি জানিয়ে দিয়েছিলেন, আর নয় ক্যামেরার সামনে, এবার পেছনেই দাঁড়াতে চান তিনি। তারপর অবশ্য এর মাঝে তিনটি বছর কেটেও গেছে। অভিনয় করেছেন। ভেঙেছে সংসার।
Read More News
এদিকে সূত্র বলছে, জোলির অভিনয় জীবনের পর্দা নেমে যাচ্ছে। এখন তিনি লেখালেখি ও ছবি পরিচালনায় মন দিতে চান। তাছাড়া বাচ্চাদের দেখাশোনাটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ। এগুলোর কাছে অভিনয়কে এখন ‘খেলো’ ব্যাপার মনে হয়। জীবনের আরো যে গভীর দিক আছে, সেগুলোতে এখন গুরুত্ব দিতে চান তিনি।