আজ শনিবার রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বসবাসের জন্য ২০ তলাবিশিষ্ট এই ভবন নির্মাণ করেছে। ভবনটিতে তিন হাজার ৩৫০ বর্গফুটের ৭৬টি ফ্ল্যাট রয়েছে। এটিতে নিশ্চিত করা হয়েছে সব আধুনিক সুযোগ-সুবিধা।
উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী রাষ্ট্রের তিনটি অঙ্গের (আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ) মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
Read More News
তিনি বলেন, আমি চাই না যে, এ রকম ধরনের কোনো কথা উঠুক যে, আজকে আমাদের কোনো কথার দ্বন্দ্ব বা কিছু আছে। এ ধরনের কথা জাতির জন্য ভালো হবে না।