পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাঁদের মেয়ে ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যবেক্ষণে তাঁর সঙ্গে বিচারকরা এক্সক্লুসিভলি কথা বলেছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চে ঐশীকে হাজির করা হয়। এর পর তাঁকে এজলাসে ওঠানো হয়।
সাধারণত মামলার এ পর্যায়ে আসামিদের আদালতে হাজির করা হয় না। কিন্তু ঐশীর মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্যই তাঁকে আদালতে হাজির করা হয়েছে।
Read More News
আমরা শুধু এক্সক্লুসিভলি তাঁর সঙ্গে কথা বলব। আপনারা আমাদের সহযোগিতা করবেন, যোগ করেন আদালত।
এর পরই ঐশীকে এজলাস থেকে বিচারকের খাসকামরায় নিয়ে যাওয়া হয়। সেখানে কথা বলার পর ১১টায় তাঁকে পুনরায় জেলাখানায় পাঠিয়ে দেওয়া হয়।
এ দিন সকালে আদালতে ঐশীকে হাজির করার পর আইনজীবীসহ সাধারণ মানুষ তাঁকে দেখার জন্য বিচারকের কক্ষের সামনে ভিড় জমায়। পুলিশকে ভিড় সামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়।