মহিলা সিটে পুরুষ বসলে জেল অথবা জরিমানা

আজ সোমবার সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সড়ক পরিবহন আইন-২০১৭ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আইন অনুযায়ী চালকদের অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি চালকের সহকারীদের অক্ষরজ্ঞান সম্পন্ন হতে হবে এবং সহকারীকেও লাইসেন্স নিতে হবে। এ ছাড়া কোনো চালক গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বললে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।
Read More News

সচিব আরো জানান, আইনে যানবাহনের মালিক ও চালকদের জন্য নির্দেশনার পাশাপাশি যাত্রীদের জন্যেও কিছু নির্দেশনা রয়েছে। যানবাহনে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে কোনো পুরুষ যাত্রী বসলে সেটি এই আইনে একটি অপরাধ। এই অপরাধে অভিযুক্তকে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *