বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন। শুধু আনুশকা নয়, বলিউডে আরও অনেক নারীই প্রযোজনার খাতায় নাম লেখিয়ে সফল হয়েছেন। তারা হলেন-
গৌরী খান : নারী প্রযোজকদের মধ্যে প্রথম সারিতে অবশ্যই গৌরী খানের নাম থাকবে। ‘ম্যায় হুঁ না’ থেকে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘দিলওয়ালে’ শাহরুখ খানের সব বড় প্রজেক্টের প্রযোজক গৌরী। ‘ডিয়ার জিন্দেগি’, ‘রইস’ ছবি দুটির সহ-প্রযোজক ছিলেন গৌরী।
কিরণ রাও : ‘লগান’ এর অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসেবে ফিল্ম কেরিয়ার শুরু করেছিলেন কিরণ। ‘ধোবি ঘাট’ ছবির এ নির্মাতা প্রযোজক হিসেবে বেশ সফল। ‘তারে জামিন পর থেকে ‘দঙ্গল’ এর প্রযোজক হিসেবে কিরণ সাফল্য দেখিয়েছেন।
Read More News
প্রিয়াঙ্কা চোপড়া : ধীরে ধীরে প্রযোজনাতেও মন দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে মেনস্ট্রিম হিন্দি ছবির বদলে তিনি মরাঠি, ভোজপুরি, পাঞ্জাবির মতো আঞ্চলিক ছবি বেছেছেন প্রযোজনার জন্য। হিন্দিতে তার বড় প্রজেক্ট ‘ম্যাডামজি’। সেখানে প্রিয়াঙ্কাকেই মুখ্য ভূমিকায় দেখা যাবে ।
একতা কাপুর, জুহি চাওলা, পূজা ভাট, টুইঙ্কল খান্নাও প্রযোজক হিসেবে সাফল্য পেয়েছেন।