শিববাড়িস্থ আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযান চতুর্থ দিন। রবিবার রাত ২টার পর থেকে সেখানে থেমে থেমে বিস্ফোরণ ও গুলাগুলির শব্দ শোনা গেছে। আইনশৃংখলা বাহিনী সূত্রে খবর, আজকেই অভিযান সমাপ্ত করতে চান সংশ্লিষ্টরা। এ কারণে বিকেলের মধ্যে ‘আতিয়া মহলের’ শেষ হতে পারে অভিযান।
Read More News
এদিকে অভিযানকে কেন্দ্র করে আগের দিনের জারি করা ১৪৪ ধারা এখনও বহাল আছে শিববাড়ি এলাকাকে ঘিরে দুই বর্গ কিলোমিটার জুড়ে। এছাড়া আজও বন্ধ আছে সিলেট ফেঞ্চুগঞ্জ রোড। হুমায়ুন রশীদ চত্বরের পর এ সড়কে আর কাউকে এগোতে দেয়া হচ্ছে না।