সেনাবাহিনীর ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে এবং ভেতরে একাধিক জঙ্গি অবস্থান করছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার পরে পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সেনাবাহিনীর পক্ষে ব্রিফিং করেন।
এ সময় সেনা কর্মকর্তা বলেন, নিহত দুজন পুরুষ। ভবনের নিচ তলায় দুজনকে দেখে কমান্ডো বাহিনীর সদস্যরা প্রথমে গুলি করে। তারা পড়ে যায়। এরমধ্যেই একজন আবার নিজের শরীরে বাঁধা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। ধারণা করছি, ভেতরে আরো একাধিক জঙ্গি রয়েছে।
অভিযান চলছে উল্লেখ করে সেনাবাহিনীর এ কর্মকর্তা জানান, তাঁরা এ অভিযান শেষ করেই যাবেন। তবে, এটা কখন শেষ হবে তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
Read More News
আজ অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আহত হননি। তবে জঙ্গিরা নানা কৌশল অবলম্বন করায় অভিযান বেশ ঝুঁকি নিয়েই পরিচালনা করতে হচ্ছে বলে সেনাবাহিনীর ব্রিফিংয়ে দাবি করা হয়।
আজ রোববার সকাল থেকে পুনরায় অভিযানে নামে সেনাবাহিনীর কমান্ডোরা। থেমে থেমে ১০ থেকে ১৫ বার বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। এতে কখনো কখনো পুরো এলাকা কেঁপে উঠছে।