আপনি দেখতে সুন্দর কিনা, তা আপনার হাতে নেই! তবে বাকি বেশ কিছু এমন ‘ফ্যাক্টর’ রয়েছে যা আকর্ষণীয় করে তুলতে পারে।
ডেটিং সাইট ‘ভিক্টোরিয়া মিলান’ এক সমীক্ষা চালায়, যেখানে ৫০০০-এরও বেশি এমন মানুষ অংশগ্রহণ করেন যারা প্রত্যেকেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। ১২টি দেশের নারী-পুরুষ এই সমীক্ষার অংশ ছিলেন। এবং সমীক্ষার মূল বিষয় ছিল ‘শরীরের গন্ধ’। অর্থাৎ, প্রত্যেক মানুষেরই এক নিজস্ব গন্ধ রয়েছে যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, বা বিকর্ষণ করে।
Read More News
সমীক্ষার তথ্য অনুয়ায়ী, মোট অংশগ্রহণকারী নারীদের মধ্যে ৫৩% জানিয়েছেন যে তাদের এমন পুরুষ পছন্দ, যারা কোন পারফিউম ব্যবহার করেন না। অন্যদিকে, ৬৩% পুরুষও একই কথা বলেন।
অন্য এক তথ্যে দেখা গেছে যে, ৭৮% নারীরই অপছন্দ যে সব পুরুষের গায়ে দুর্গন্ধ রয়েছে। যে কারণে ভেঙে গেছে বেশ কিছু সম্পর্ক। সে দিক থেকে পুরুষরা বেশ উদার।